সোমবার, ১৮ মার্চ, ২০১৩

নজরুল বলেছিলেন,ভন্ড আস্তিকের চেয়ে নাস্তিকই উত্তম । জাতীয় কবির মনে হয় জানা ছিলনা যে , নাস্তিকতার মধ্যেও ভণ্ডামি থাকতে পারে


একটা জিনিস পরিস্কার করার প্রয়োজন ...
ইসলামী সমমনা দলগুলোর নামে কাল(২২শে ফেব্রুয়ারি ২০১৩) যারা বিক্ষোভ করেছিলো তাদের একটা অংশের বিক্ষোভ ছিলো ধর্মকে কটুক্তিকারি ব্লগারদের বিরুদ্ধে । যার নেতৃত্তে ছিলো তাবলীগে জামায়াত ।  তারা মূলত এই আদর্শেই বিক্ষোভের ডাক দিয়েছিলো ।


এখন  আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,আন্দোলনকারীদের এই অংশের শতকরা ৯৮ ভাগই ব্লগ সম্বন্ধে কোন ধারণা রাখেন না । 

ব্লগাররা ধর্মকে কটুক্তি করে লেখালেখি করেন তারা শুধু এই অংশই জানেন । অথচ এই একজন ব্লগারের ধর্মবিদ্বেষী লেখার বিরুদ্ধে যে হাজার হাজার ব্লগার এর প্রতিবাদ করেন ঐ একই ব্লগিং প্ল্যাটফর্মে সেই বিষয়ে তারা অবগত নন । অথবা নিজেদের স্বার্থেই হয়তো মাহমুদুর রহমানের মতো লোকেরা এই বিষয়টি তাদের জানান নি । 

দ্বিতীয় কথা হচ্ছে, ইসলামী সমমনা দলগুলোর মধ্যে একটা বিরাট অংশ ছিল সুজোগ সন্ধানী জামাত শিবিরের,যারাই মূলত গণজাগরণ মঞ্চে ভাংচুর, জাতীয় পতাকা ছেড়া,শহীদ মিনার ভাঙ্গা,বোমাবাজি,গোলাবাজিতে লিপ্ত ছিলো । গতকাল রাত থেকেই এর দাত ভাঙ্গা জবাব দেয়া হচ্ছে ।

এখন কথা হচ্ছে, দেশের আজকের এই পরিস্থিতির জন্য কে কতটুকু দায়ী ।

আপনারা মানেন আর নাই মানেন,আমি মনে করি এই ঘটনার জন্য জামাত শিবির যতটুকু দায়ী, ঠিক ততটুকুই দায়ী সেই সব ধর্মকে কটুক্তিকারী ব্লগাররা।

শাহবাগ আন্দোলনের সাথে উনারা যুক্ত হয়েছেন খুবই ভালো কথা, কিন্তু ফ্রন্ট লাইনে এসে, মিডিয়ার সামনে বার বার এসে এক শ্রেনীর মানুষকে বুঝাতে বাধ্য করেছেন যে, শাহবাগের আন্দোলনকারীদের সবাই নাস্তিক ।ফলে  নিরীহ শাহবাগ আন্দোলনকারীদেরও নিয়ে অভিযোগ করার সুজোগ করে দিয়েছেন ।

নাস্তিক হওয়া আর ধর্ম কটুক্তিকারী হওয়া এক জিনিস না । জন্মসূত্রে  মুসলমান হলেও ডঃ আহমদ শরীফও একজন স্বঘোষিত নাস্তিক ছিলেন,তিনি কখনও মুহাম্মদ(সঃ) কিংবা অন্য কোন ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে কোন উল্টা পাল্টা লেখা লেখেন নি ।

নাস্তিকতা কিংবা আস্তিকতা দুটোই আপনার ব্যক্তিগত দর্শন । আপনি কি বিশ্বাস করবেন বা করবেন না  সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যপার।

 কিন্তু এর মানে এই নয় অন্যলোক যে জিনিস বিশ্বাস করে, আপনি সেটাকে নিয়ে ব্যঙ্গ করবেন।গঠনমূলক সমালোচনা করতে পারেন, পৃথিবীর সব বিষয়েই সমালোচনা হয় । কিন্তু সমালোচনা করতে গিয়ে সীমা লঙ্গন করাটা কখনই উচিত নয় ।আপনি সেটা করতে পারেন না। 

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু ।
ছবি কৃতজ্ঞতায়ঃ পিয়েল ভাই