শনিবার, ২৯ মার্চ, ২০১৪

তুমি থেকে যাও পারমিতা

ভালবেসে আমি উদার হতে পারি নি কখনো
বলতে পারিনি তোমার যেখানে সুবিধা,যেখানে ইচ্ছা সেখানেই তুমি যাও পারমিতা
আমি ভালো থাকবো ।

ফোনে তো কথা হবে প্রতিদিনই
মাস কিংবা ছয় মাস পর দুজনের সাক্ষাতে
ফাল্গুনের কোন একক বিকেল বেলায়
আগুন অথবা শৌর্যবান কোন যুবকের মতো জ্বালাতে আসবো তোমায়...
এখন যেমনটা জ্বালাই
এখন যেমনটা ভালবাসি।

পারমিতা,
কোন এক অংশুময়ি  স্বার্থপরতা যেন প্রতিদিন গ্রাস করছে আমায়
মনোগত কথাগুলো মনের ভেতরে থেকেই অতৃপ্তির ঢেঁকুর তুলছে বারবার।

অথচ... আজ আমার কোন এক আধুনিক শহরীয় নাগরিকের মতো উচু স্বরে
পৃথিবীর সকল শৌভনিক আকুতির মালা কন্ঠে ঝুলিয়ে উচিত
বারবার তোমায় বলা...
তুমি যেও না, তুমি যেও না
তুমি থেকে যাও পারমিতা ।

তুমি থেকে যাও অলস বিকেলের শেষ কোন রোদ গায়ে মেখে
সময়ের অবিস্মরণীয় স্মৃতিতে ।
নাহয় থেকে যাও কোন কিশোরীর নখের রঙ হয়ে
দার্শনিক কোন ভাবনাতে ।
নতুবা অষ্টাদশীর গন্ধহীন শরীরে অপছন্দের জামদানীতে
আসমানি কোন নীল হয়ে ।

তবু তুমি থেকে যাও,তবু তুমি থেকে যাও...

তবু তুমি থেকে যাও পারমিতা ঘন অন্ধকারেরই ললাটে
পাহাড় ঘেরা ব্যালকনিতে
নান্দনিক কোন ঘ্রাণ হয়ে
আমি যুবকের ভাবনায় ।

অথবা থেকে যাও
সদ্য আঠারো শেষ করা কোন তরুণীর বুকের
ছ' সেকেন্ডের দীর্ঘশ্বাস হয়ে
আমাদের শেষ মিলনের জায়গায় ।

তবু তুমি থেকে যাও ...