রবিবার, ১৯ মে, ২০১৩

নষ্ট ভালোবাসায় নষ্ট কবিতা

আমি প্রেমে পড়ি না কোন রূপসীর শোভার
এতো শোভার আমার প্রয়োজন নাই
অতোটা ভালোবাসারও প্রয়োজন ছিলো না কখনো
একটা শরীর আর একটা মাংস মাধবীই আমার পছন্দ ।

আমি প্রেমে পড়ি না কেশবতী কোন নারীর কাজল কালো চোখের
প্রেমে পড়ি নগ্ন বাহুর , নীলিমার উন্নত বক্ষের
রক্তের প্রয়োজন ফুরিয়ে গেছে , ধ্বংস দেখে আমি ক্লান্ত
সময় যাচ্ছে ফুরিয়ে ,এবার প্রয়োজন বীর্যের ।

প্রয়োজন নেই প্রেমিকার,কি হবে গিয়ে দামী রেস্তোরাতে
কফির সাথে মিশিয়ে খাওয়া লাল রং আর চুমুতে ?
মন আমার পড়ে আছে ক্ষুদা ও খরার এই অবেলায়
অনাহারে ভোগা মানুষের ব্যথাতে ।

নষ্ট আমি পথ ভ্রষ্ট আমি
ফিরিয়ে দিয়েছি নিষ্পাপ রূপসীর একুশটি লাল গোলাপ
মনে পড়ে এক বেশ্যার প্রেমে পাগল ছিলাম তখন
কত রাত কাটিয়ে দিয়েছি এমনি
করে হাজারটা পাপ।

নীলিমারা আজ ফিরে যাও ঘরে
মন এখন বিদ্রোহের মাঠে
বিশ্বাস রাখি
রাতের আধারে কলঙ্কিত হয়ে যাওয়া মেয়ের
ভোরের আলোয় মুখের হাসি ফিরে পাবার
বিপ্লবী অসম্ভবে ।। 

শুক্রবার, ১০ মে, ২০১৩

প্রিয় প্রেমিকা , পত্র দিও

প্রিয় প্রেমিকা,
গত আষাঢ়ে জীবনের বিশটা বছর পার হয়
তোমার মত আর কাউকে পাওয়া যায়নি বলে
বৃষ্টি হলে এখনও আমায় একাই ভিজতে হয় ।

প্রেমিকা জানো ,
বড় রাস্তার পাশে তোমার সেই প্রিয় অর্জুন গাছটা এখন আর নেই
সেখানে এখন বড় রেস্তোরাঁ , বিরিয়ানীর ঘ্রাণ
তোমার এই ভালোবাসার শহরে
আজ আমি বড্ড বেমানান ।

বড় আম গাছটার আড়ালে
যেখানে বসে জীবনের সেরা কিছু মুহূর্ত কাটিয়েছিলাম
আজ সেখানে ইমারত তুলেছে মানিক মিয়া
ঝড় আর বৃষ্টিতে আগের মতো আর আশ্রয় খুঁজে পায় না
এদিকের সব শ্যামা আর টিয়া ।

প্রেমিকা,
তোমার প্রিয় শহরটাকে আমার হাতে ছেড়ে
তুমিতো বেশ আরামেই আছো শুনি
টেক্সাসের সেই শ্যানন স্ট্রীটের অভিজাত বাড়িতে ।

আমার খবর কি রাখো প্রেমিকা ?
আমি যে আজ হারিয়েছি পথ
কালো ধুয়া আর অন্ধ গলিতে ।