বুধবার, ৩১ জুলাই, ২০১৩

শেষ দেখার পর আবার

শেষ দেখার পর আবার যেদিন তুমি অতিক্রম করবে আমায়
কসমেটিক সুন্দরীদের ভিড়ে তোমায় চিনে নেব ঠিক
মনে পড়ে যাবে সব কৈশোরে প্রেমের কথা
ঘামে ভেজা শার্ট থাকবে সাক্ষী
ক্লাস ফাকি দিয়ে প্রথম করেছিলাম দেখা

শহুরে দুরন্তপনা হয়ে ছুটে চলে যাবে রিক্সা
দেখে 
অবাক রোদে পাখিরা থাকবে ক্লান্ত
অনন্ত নিরবতায় দুই আঙুল
তোমাতে আর আমাতে
মাঝামাঝি দূরত্ব

অদম্য স্পৃহায় প্রাণমন আড়ষ্টিত রেখে
ঘন অন্ধকারে ততক্ষনে বিরক্ত 
চুপচাপ নগরী
স্বাভাবিক ভাবেই তাকিয়ে আমি জানতাম,
ক্ষানিকটা থেমেই তুমি শুরু করবে কাঁদা
তারপর আবার নিরবতায় ছেয়ে যাবে পুরো নগরী
তারপর আবার অপেক্ষা...

তোমার দেহের সুবাসে
ঘন ঘন নিঃশ্বাসে
ঢেউ উঠা ঠোটে সমুদ্রদের খেলা

মেঘের আকাল ছাড়িয়ে তোমার ভেজা আঁচল সাক্ষী
চারিদিকে ছিল শ্রাবণীয় স্তব্ধতা

কিছু স্মৃতি অবেলার
কিছু রাগ কতক কান্নার
নিঃশব্দে হবে মাটি
ব্যাক্ত হবে আমার মাঝে তোমার ফিরে আসবার কারণ
শ্মশান হবে চিন্তারাজি

ঝড় হবে জলের,বিস্ময়ের
আর বায়বীয় ধূলার
জল ছড়াবে
ভাঙ্গবে অভিমানের পাহাড় 
জনাকীর্ণ নিস্তব্ধতায় আলোকিত অন্ধকারে
হলে দেখা তোমার আমার

শেষ দেখার পর আবার

অভিমানকে করতে লালন,তোমার আমার সন্ধি বারণ

সোনামন,
বিশৃঙ্খলাময় বিকেলে হেটে গেছি বহুদূর 
হাতে রাখোনি হাত,বুকে রাখোনি মাথা
তবুও করেছো ধন্য ,
ছ'লাইনের এই অখাদ্যটি লিখলাম তোমায় নিয়ে
তোমার জন্য ...

কয়েকলাইন না হয় আরো দেব বাড়িয়ে
চশমাটা পড়ে চারপাশটা ভালো করে দেখো তাকিয়ে
শ্লোগানে শ্লোগানে কাতর দুশমন
ক্ষ্যাপা মোষের ষাঁড়
আছে রাস্তায় , আছে হাট দোকানে
আছে যার যার , তার তার ...

আর আমি মিটি মিটি হাসি
ভুল বানানে চিঠি লিখি
মনের কথা মেঘকে বলি
সোনামন ,
মেঘলা রাত্রি ভালোবাসি ।

তুমি আছো ব্যাপক আনন্দে
দাঁড়িয়ে আছো ব্যালকনিতে
কথা দিয়েও আসোনি
সংসদ দেখেও হাসোনি

বাড়িয়ে দিয়েছো যন্ত্রণা
আজ রাতে আর ঘুম হচ্ছে না ।

পাশ বালিশ হয়ে যদি পাশে পেতাম
সোনামন,
মিথ্যে বাহাদুরির গল্প বলতাম ।
অভিমানকে করতে লালন,
তোমার আমার সন্ধি বারণ ।।

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

সেই সংলাপ "ভালোবাসি"

সেই তুমি ছিলে কবে কার
কিছু স্বপ্ন ছিলো শঙ্কার
সব ভুলে আজ হাহাকার
ব্যর্থ হাসি প্রেমিকার ! 

সেই দিন
সেই রাস্তায় 
পথ ভুলে হাসিমুখে 
হেটে যাওয়া দুজনায়
অজানায় ... 

ছিলো রোদ্দুর, কিছু চুম্বন 
ঠোটে ক্লান্তি , চোখে ভাবনা 
কারো সব ভুল, হাতে কাশফুল 
আঙুলের গাঁথুনি বিদ্ধ আঙুল
ভুলে সব আজ হাহাকার 
উপহাস শুনি প্রেমিকার 

দিয়ে চিৎকার 
জানালায় 
কারো চোখে হারিয়ে খুঁজি শান্তি 
কারো বুকে রেখে মাথা
নিকোটিনে খুজি মুক্তি !

ইচ্ছে হলেই এনে দিতে পারো 
মুক্তো
সেদিনের সেই হাসি 
কান্না ঝড়া কন্ঠে 
সেই সংলাপ 
"ভালোবাসি"