সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

অণুকবিতা ( আহা! )

মন খারাপের দিনগুলোতে এভাবেই তোমায় পাশে চাই
শাড়ি পড়ে এসেছিলে তুমি
রঙটা আমার জানা নাই । 

অণুকবিতা ( চুপ ! )

চুপ করো বোকা মেয়ে
লাভ নেই বৃথা কাব্যের দিনে
অকারণ কথা বাড়িয়ে ।

তারচেয়ে বরং নাকে নাক ঘষে অট্টহাসি দেই
মূলতবি হোক বিদ্রোহ
ভালোবাসা আজ ছড়াবেই !

সুনীল গঙ্গোপাধ্যায় যদি ভূত এফ এম শুনতেন

তিন বছর আগে সুমন তার অর্থহীন গান হটাৎ থামিয়ে বলেছিলো
সামনের মাসে 'ভৌতিস্ট'  অন এয়ার হবে ।
তারপর ভূত এফ এম এর কতো এপিসোড এসে চলে গেলো
কিন্তু সেই ভৌতিষ্ট আর এলো না
তিন বছর অপেক্ষায় আছি ।

তিন মিনিটের ট্রেইলার দেখিয়ে সাকিব বলেছিলো
অপেক্ষা করুণ শ্রোতারা
আমরা আপনাদের খুলনায় অভিশপ্ত বাড়িতে ভূত দেখাতে নিয়ে যাবো
সেখানে শেওড়া গাছের মাথায় মামদো ভূত খেলা করে
পেত্নি এসে চিমটি কাটে ।

সাকিব , আমি আর কত অপেক্ষা করবো
আমার ফুটবল তোমার ভুঁড়ির সমান হলে তারপর তুমি আমায় ভৌতিষ্ট দেখাবে ?

অণুকবিতা ( জ্যোৎস্না দেখি না )

কতরাত জেগে কাটিয়েছি
ভালো একটা স্বপ্ন দেখবো বলে
কল্পনায় তোমায় নিয়ে
জোৎস্না দেখার ছলে । 

অণুকবিতা ( তুমি চেয়েছিলে তাই)

তুমি চেয়েছিলে বলে
বর্ষার আমন্ত্রণে...

আকাশ দিলো পাড়ি
হবু শ্বশুর বাড়ি
আমার অজান্তে । 

অণুকবিতা ( টাইমলাইনে ভালোবাসা )

রাগ বেঁচে থাক ক্ষনে
দুপুর বেলার ঘুমে ।

অতীতের পথে হেঁটে
স্মৃতির সাক্ষী হয়ে
প্রেমিকাদের টাইমলাইনে ।

পারমিতা ২

পারমিতা,
আমি বুঝে গেছি সবচেয়ে কঠিন কাজটি করতে গিয়ে
ভুলে যাওয়াটা আনন্দের
বাস্তবিক সকল কিছুর ঊর্দ্ধে গিয়ে
সবচেয়ে বেশী ভালো কাউকে বেসে ফেলাটা দুঃখের ।

জেনে গেছি, তোমার অগভীর অদ্ভুত দুই চোখ,
নখের নীল রঙই হবে আমার মৃত্যুর কারণ
শয্যাপাশে ধূপকাঠি জ্বেলে পারমিতা তুমিও একদিন জানবে
হয়তো তুমিও একদিন বুঝবে
যতবার তোমার প্রেমে পড়েছি
ততোবার আমি মরেছি

অন্য কোন যুবকের সাথে না গিয়ে
সাদা শাড়িতে খালি পায়ে অন্ততঃ একদিন তুমি আমার সাথে হাটবে
তোমার আমার মুখোমুখি নির্ঘুম সব রাত সাক্ষী
পারমিতা তুমিও সেদিন মরবে ।

সাম্প্রতিক প্রেম

তুমি কি বাংলা সিনেমা দেখো ?
"তুমি আমার জনম জনমের সাথী"-একটু খ্যাঁত শুনালেও
সংলাপটা এখন আমার বেশ প্রিয় ।

তুমি বিশ্বাস করবেনা,
প্রথম যেদিন তোমায় দেখেছিলাম
মনেই হয় নি সেদিন তোমায় প্রথম দেখছি
তোমার পায়ের গোড়ালি হতে ঠোঁট, দেহের বাঁক
সবই যেন বহুকালের পরিচিত ।

বালিকা,
তোমায় আমি ও চোখে দেখতে পারিনি
এ আমার অপারগতা ।

কোঅর্ডিনেট জিওমেট্রি বুঝাতে গিয়ে বারবার আমি তোমার বৃত্তেই পৌছে যাই
আমাকে ক্ষেত্র ছাড়া করে দেয় তোমার বাকা ঠোঁট
নখের নীল রঙ , অবাধ্য এলোমেলো চুল ।

হাসিতে তুমি আমাকেও হার মানিয়েছো
চোখ দুটো ছোট করে
বাকা ঠোঁটে এতো মিস্টি হাসি তুমি কি করে হাসো
সে এক বিস্ময় ।