শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

প্রেমের গল্প অথবা একটি ছেলে মানুষই কবিতা

এটি একটি প্রেমের গল্প
দুস্টু মিস্টি প্রেমের গল্প
সাহসী মনের হটাৎ করে বোকা হবার গল্প
চতুর ছেলের প্রেমে পড়ে ধোঁকা খাওয়ার গল্প।।

স্থাপত্যকলার মেয়ে আর
প্রকৌশলের ছেলের গল্প,
টঙ দোকানে ধোঁয়া উঠা চা আর
আধপোড়া সিগারেটে
তর্ক জমানো গল্প।।

জোৎস্না রাতে দুজন মিলে আকাশছোয়া স্বপ্ন দেখার গল্প,
দূর পাহাড়ের কিনার ঘেঁষে ছোট্ট একটি ঘর বানাবার গল্প।
কালো ছেলের আর ফর্সা মেয়ের পালিয়ে যাবার গল্প,
পালাতে গিয়ে ঘরের টানে মেয়েটার আবার ফিরে আসার গল্প।।


দুঃখের গল্প , রাগের গল্প
একলা ঘরের কোণায় বসে বালিশ বুকে মেয়েটার
কেঁদে ফেলার গল্প ।

নিরবতার গল্প
ঘর ভাঙ্গার গল্প
দূরে যাবার গল্প ।

শেষ বিকেলের আলোতে
অভিমানে দিঘীর জলে
আজ ছেলেটার সারাদিন
তাকিয়ে থাকার গল্প ।।  

৮টি মন্তব্য:

  1. মাননীয় মন্ত্রী মহোদয় আপনার কবিতা ভালো লাগার মতো বাস্তবিক কবিতা
    মন্ত্রী না হইলেও কবিতা চলবো

    উত্তরমুছুন
  2. আরে আলমগীর ভাই যে ...

    কেমন আছেন , কোন খোঁজ খবর নাই ??

    অনেক ধন্যবাদ আপনাকে ।

    উত্তরমুছুন
  3. কবিতা বুঝি না ভালো। তবে এইটা কুছুটা বুঝছি মনে হয়। সো, ভালোই। :)

    উত্তরমুছুন
  4. এই জন্যই এইটা ছেলে মানুষই কবিতা ক্লিয়ন ভাই :)
    দুই বছরের বাচ্চাও বুঝবে আশা করি ।

    উত্তরমুছুন
  5. অনেক অনেক ধন্যবাদ নিয়েল ভাই

    উত্তরমুছুন