শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

মিস করিনা কাওকে

তোমায় শুনাবো বলে একটা কবিতা লিখেছিলাম
গগন ফাটা রৌদ্র তাপে ঠায় দাঁড়িয়ে ছিলাম
কাকগুলো অবিরত দেখছিলো আমায়
যেন কখনও কোন প্রেমিক দেখেনি,
যেন তীব্র তৃষ্ণায় তৃষিত কোন চাতক চোখে পড়েনি ...

আমি অপদার্থ ছিলাম তুমি সেটা জানতে
বহু বার কাছে পেয়েও তোমায় পারি নি কিছু বলতে
নজরুলের বাকরুদ্ধতা ভর করেছিলো আমাতে ।
লেনিনের শ্লোগান বধির করেছিলো আমায়
হিমুর সেই গৃহত্যাগী জোৎস্না
কেড়ে নিয়েছিলো চোখ আমার।

আমি ভীতু ছিলাম,
তোমায় পাওয়ার আনন্দের চেয়ে
তোমায় হারানোর দুঃখই আমায় ভাবিয়েছে বেশীবার ।

মিস করি তোমাকে,
একটু বেশি পহেলা বৈশাখ আর বইমেলাতে
বর্ষা কিংবা বসন্ত বরণে
চেতনাতে কিংবা রশিদ মামার টঙে...

খুব পছন্দের শিউলি ফুল গুলো যখন অযত্নে রাস্তায় পড়ে থাকে
খোঁপা হয়ে উঠে না কারো চুলে
মেঘের গর্জন যখন পাষান এ বুকে কাপুনি তুলে
বুঝতে পারি তখন তুমি নেই পাশে
খুব মিস করি তোমাকে ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন